জগতের সকল!  প্রানী সুখী হোক.

Followers

বিকা শ একাউন্ট থেকে পে বিল করলেই ১০০% ক্যাশ ব্যাক (শর্ত প্রযোজ্য)



  »বিকা শ একাউন্ট থেকে পে বিল করলেই ১০০% ক্যাশ ব্যাক (শর্ত প্রযোজ্য)


এখন বিল বিকাশ করুন ঘরে বসে, অনায়াসে। আর বিল বিকাশ করলেই পেতে পারেন ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক! প্রতি ঘন্টায় প্রথম ৫ জন গ্রাহক বিল বিকাশ করে পেতে পারেন ১০০% ক্যাশব্যাক, সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত! তার মানে পুরো বিলটাই ফেরত পেয়ে যেতে পারেন।  বিকাশ গ্রাহকেরা বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট ও কেবল টিভি’র বিল বিকাশ করে এই অফারটি পেতে পারেন! এজন্য অবশ্যই গ্রাহকের বিকাশ একাউন্টটি সক্রিয় থাকতে হবে। তাই দেরি না করে আপনার বিল বিকাশ করুন এখনি!

অফারের সময়সীমা: ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২০ পর্যন্ত।

অফারের বিস্তারিত:

  • শুধুমাত্র ইউটিলিটি বিলসমূহ; অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন, ইন্টারনেট ও কেবল টিভি’র বিল বিকাশ করে অফারটি পেতে পারেন।
  • প্রতি ঘণ্টায় প্রথম পাঁচজন গ্রাহক ক্যাশ ব্যাক পাবেন।
  • বিলের পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। যদি মোট বিলের পরিমাণ ১,০০০ টাকার কম হয়ে থাকে তাহলে পুরো বিলের টাকাই গ্রাহক ক্যাশব্যাক পাবেন।
  • ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবার ক্যাশব্যাক পাবেন, সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত।
  • একজন গ্রাহক ৩ কার্যদিবসের মধ্যে ক্যাশব্যাক পাবেন।
  • ক্যাশব্যাক পেতে আপনার একাউন্টের ইনকামিং লেনদেন অ্যাক্টিভ থাকতে হবে। একাউন্টের স্ট্যাটাসজনিত কারণে ক্যাশব্যাক প্রদান করা সম্ভব না হলে আপনি এই ক্যাম্পেইনের ক্যাশব্যাক পাওয়া থেকে বঞ্চিত হবেন।


যে কোনো টেকনিক্যাল বিষয়ে জানতে বা জানাতে আমাদের  Facebook Group এ অ্যাড হন।

যে কোনো প্রয়োজনে Facebook

 এ আমি

 
নতুন বিকাশ একাউন্ট খুলে ফ্রি ৭৫ টাকা নিন বোনাস বা বিকাশ একাউন্ট আছে কিন্তু বিকাশ অ্যাপ এ ঢুকেননি তাড়াও ৭৫ টাকা বোনাস নিয়ে নিন


Report Print

পরিচিতি


0 Response to "বিকা শ একাউন্ট থেকে পে বিল করলেই ১০০% ক্যাশ ব্যাক (শর্ত প্রযোজ্য)"

Post a Comment

স্বাগতম কমেন্ট করার জন্য

Visiting