হারিয়ে যাওয়া ফোনের সমস্ত কিছু ডিলেট অথবা রিসেট করেদিন দূর থেকে জিমেইলের সাহায্যে
আজকের পোষ্টে দেখাতে চলেছি কিভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া ফোনের সমস্ত কিছু দূর থেকে জিমেইলের সাহায্যে ডিলেট করেদিবেন অর্থাৎ এক কথায় সেই ফোনটি আপনি রিসেট করে দিতে পারবেন।
অনেক সময় ফোন হারিয়ে যাওয়ার পর ফোন ফিরে পাওয়া যাক আর না যাক সেই ফোনের তথ্যগুলো যেন অন্যের কাছে না যায় এর জন্য আমরা চিন্তিত হয়ে পড়ি।
কেননা সেই ফোনের সাথে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র, ফেসবুক,টুইটার,জিমেইল,ব্যাংক একাউন্টসহ অনেক কিছু কানেক্ট করা থাকে।
তো আপনি চাইলে খুব সহজে সেই ফোনটি রিসেট করে দিতে পারবেন দূর থেকে অন্য একটি ফোনে আপনার জিমেইল লগইন করে।
এর জন্য অবশ্যই আপনার হারিয়ে যাওয়া ফোনটিতে আপনার যেকোনো একটা জিমেইল লগইন থাকা লাগবে।
লগইন থাকলে সেই জিমেইলটাই আপনার বন্ধু কিংবা যেকারো ফোনে লগইন করেনিন।
লগইন করার পর কিভাবে হারিয়ে যাওয়া ফোনটিকে রিসেট করেদিবেন দেখেনিন।
এবার আপনার বন্ধু মোবাইল থেকে যে কাজটি করতে হবে স্কিনশর্ট ফলো করুন।








ওখানে ক্লিক করে খুব সহজে আপনার হারানো ফোনটিকে রিসেট করে দিতে পারবেন। এটি কাজ করে কিনা দেখার জন্য একবার আমার অন্য একটি ফোনকে ভুলে রিসেট করে ফেলেছিলাম।
তাই এমনিতে কেউ চেষ্টা করতে যাবেন না,গেলে নিজ দায়িত্বে করবেন।
আশাকরি বুঝতে পেরেছেন।
About Author
0 Response to "হারিয়ে যাওয়া ফোনের সমস্ত কিছু ডিলেট অথবা রিসেট করেদিন দূর থেকে জিমেইলের সাহায্যে"
Post a Comment
Welcome to our site